আরও ভালো করার সুযোগ আছে

আরও ভালো করার সুযোগ আছে

Published on: 5th July, 2022

কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি শত কোটি ডলারের ঘরে পৌঁছানোকে আমি কেবল বীজ বপন বলব। আমাদের আরও অনেক অনেক ভালো করার সুযোগ আছে। কারণ, বিশ্বের অনেক দেশ খাদ্য আমদানির ওপর নির্ভরশীল।

একসময় কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানিতে বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না। বর্তমানে বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে আমাদের কৃষি প্রক্রিয়াজাত খাদ্যপণ্য। বাংলাদেশ ব্র্যান্ড প্রতিষ্ঠিত হয়েছে। এটাকে ধরে রাখার উপায় হচ্ছে, পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা। দক্ষতা ধরে রাখা। একই সঙ্গে পণ্যের গুণগত মান বজায় রাখার পাশাপাশি উৎপাদন ব্যয় সাধ্যের মধ্যে রাখতে পারি, তবেই আমরা এই ব্যবসায় টিকে থাকব।

আমাদের বন্দরের সক্ষমতা বাড়াতে হবে। বর্তমানে আমরা কনটেইনার জটিলতায় ভুগছি। এটি কাটানো না গেলে ভারত ও পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতায় পারা যাবে না। এ ছাড়া প্রতিবেশী দেশে ব্যবসা বাড়াতে হলে স্থলবন্দরগুলোকে শক্তিশালী করতে হবে।