pruduct banner

দুবাইয়ে খাদ্যপণ্যের মেলায় সাড়া ফেলেছে প্রাণ

দুবাইয়ে খাদ্যপণ্যের মেলায় সাড়া ফেলেছে প্রাণ

Published on: 22nd February, 2022

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অনুষ্ঠিত খাদ্যপণ্যের মেলা ‘গালফ ফুড ফেয়ারে’ ক্রেতাদের ভালো সাড়া পেয়েছে দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান ‘প্রাণ’। দুবাইয়ের আন্তর্জাতিক ট্রেড সেন্টারে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় প্রাণ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য প্রদর্শন করে।

প্রাণ গ্রুপের নির্বাহী পরিচালক (রপ্তানি) মিজানুর রহমান বলেন, এবারের মেলার শুরু থেকেই আমরা ভালো ক্রয়াদেশ পেয়েছি। মেলায় ৯২টি দেশের পাঁচ শতাধিক ক্রেতা আমাদের স্টল পরিদর্শন করেন এবং অনেকেই পণ্য নিতে আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, মেলায় রাশিয়া, ইউক্রেন, উজবেকিস্তান, মিশর, মরক্কোসহ অনেক দেশ থেকে নতুন ক্রয়াদেশ পেয়েছি। ক্রেতারা প্রাণ-এর বিস্কুট, নুডলস, অ্যালোভেরাসহ বিভিন্ন ধরনের ড্রিংকস, চকলেট, ক্যান্ডি ও কনফেকশনারি পণ্য ক্রয়ে আগ্রহ দেখিয়েছেন।

দুবাইয়ে ১৩ থেকে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গালফ ফুড ফেয়ারে প্রাণ-এর পাশাপাশি বাংলাদেশি আরও কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয়।

 

 

News and Events

04th January, 2023

বিশ্বের প্রতিটি দেশ এখন এক ধরনের অর্থনৈতিক টার্ময়েলের (অস্থিরতা) মধ্য দিয়ে গেলেও বাংলাদেশে সেরকম... read more

22nd November, 2022

PRAN-RFL Group has got highest national export trophies... read more